Posts

হার্ডওয়্যার কাকে বলে ও কি কি

হার্ডওয়্যার কাকে বলে ও কি কি হার্ডওয়্যার  হলো কম্পিউটারের ভৌত সংগঠন (Physical)। হার্ডওয়্যার ছাড়া কম্পিউটারের কোনো কাজ করা সম্ভব নয়। হার্ডওয়্যারকেই সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে সফটওয়্যার কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান           হার্ডওয়্যার কাকে বলে :- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার  হার্ডওয়্যার । সাধারণত কম্পিউটার হার্ডওয়ারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি। কি-বোর্ড, মাউস, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মনিটর, প্রিন্টার ইত্যাদি হলো কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ। কালের বিবর্তনে আধুনিকীকরণের ধারাবাহিকতা, গুণগত মান পরিবর্তন এবং নতুনতারো উদ্ভাবনার ফলে কম্পিউটার সিস্টেমে প্রতিনিয়ত নতুন নতুন হার্ডওয়্যার সংযোজিত হচ্ছে। বর্তমান সিস্টেমের কম্পিউটারসমূহের হার্ডওয়্যার পূর্বের কম্পিউটারের চেয়ে অধিক ক্ষমতাসম্পন্ন এবং আকৃতিতেও অনেক ছোট। হার্ডওয়্যারকে কম্পিউটারের দেহ বলা  যেতে পারে৷ ৷          হার্ডওয়্যার কত প্...

ইন্টারনেট সুবিধা ইন্টারনেট কাকে বলে

Image
  No Problem একাডেমিক   ➡   বিজ্ঞান   আইসিটি (ICT)   বাংলা ব্যাকরণ   ইসলাম   ইঞ্জিনিয়ারিং   প্রযুক্তি   ➡   অনলাইনে আয়   প্রযুক্ ইন্টারনেটের সুবিধা ইন্টারনেটের মাধ্যমে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। এর মাঝে কয়েকটি হলো – তথ্যের বিশাল ভান্ডার হলো ইন্টারনেট। এমন কিছু নেই যা ইন্টারনেটে পাওয়া যায় না। ইন্টারনেটে কানেক্ট হয়ে যে কোন তথ্যের নাম লিখে সার্চ করলেই পৃথিবীর অসংখ্য সার্ভারে থাকা তথ্যগুলো প্রদর্শিত হয়। এর মাধ্যমে মুহূর্তে বিশ্বের যেকোন প্রান্তে যেকোনো তথ্য ই-মেইল করা যায়। ফ্যাক্স সুবিধা পাওয়া যায়। VOIP এর মাধ্যমে খুব কম খরচে বিশ্বের যেকোন প্রান্তে কথা বলা যায়। ঘরে বসেই বিভিন্ন ধরনের টেলিভিশন, রেডিও চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করা যায়। এর মাধ্যমে নানা ধরনের সফটওয়্যার, ফ্রিওয়্যার, নানা ধরনের বিনোদন উপকরণ ইত্যাদি ইন্টারনেট থেকে ডাউনলোড করে সংরক্ষণ করা যায়। এর মাধ্যমে ঘরে বসেই পণ্য কেনা যায়। ঘরে বসে থেকে বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা গ্রহণ করা যায়। অনলাইনে চিকিৎসাসেবা নেওয়া যায়। এটি ব্যবহার করে পৃথিবীর ...